fbpx

আমাদের কথা

আমারা SSC 2005 । ২০০৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বাংলাদেশি সকল শিক্ষার্থী ।

SSC 2005, দেশব্যাপী এসএসসি ২০০৫ ব্যাচের বড় একটি কমিউনিটি গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত ফেসবুক কেন্দ্রিক গ্রুপ।

“ব্যাচ আমাদের, সিদ্ধান্ত আমাদের” – এই মূলমন্ত্রে গড়ে উঠেছে “বন্ধুদের একটা সাধারণ প্লাটফর্ম”। আমরা সবাই বন্ধু, আমরা সবাই সাধারণ, সাধারণই থাকতে চাই।

আমাদের গ্রুপ একক সিদ্ধান্তে চলে না। কোন একক ব্যাক্তির স্বেচ্ছাচারিতা এখানে চলে না। ব্যাচের সবাই মিলে সকল সিদ্ধান্ত নিব। আমরা সবাই সমান। সবার পরিচয় আমরা বন্ধু।আমরা ব্যাচ ভিত্তিক গ্রুপ। ২০০৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৯,৪৪,০১৫ জন শিক্ষার্থীর সবার জন্য উন্মুক্ত এই গ্রুপ। যদিও উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট সংখ্যা ৫,০১,৭০২ জন। কিন্তুআমাদের সকল বন্ধু যারা আমাদের সাথে পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে আমারা এক সাথে চাই।

আমরা চাই “বন্ধুদের একটা সাধারণ প্লাটফর্ম”

এসএসসি ২০০৫ ব্যাচ এর সকল বন্ধুদের নিয়ে বাংলাদেশের সব থেকে বড় প্লাটফর্ম হতে। পরস্পরের সহযোগীতা, আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে একটি পরিবার হয়ে এগিয়ে যেতে। আমরা এক হয়ে পারি সমাজ তথা দেশকে বদলে দিতে। এখানে আমরা সবাই সমান, সবার মতের সমান গুরুত্ব। কেউ বড় না, কেউ ছোট না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
Share on print