fbpx

ইভটিজিং

ধারাঃ ৫০৯

আমি খুব সাধারণ একজন মানুষ, পরিচয় দেওয়ার কিংবা আইন বিষয়ে কথা বলার মত জ্ঞান এখনো আমার হয় নি। আমি জানি গ্রুপে অনেক বন্ধুরা আছে যারা অনেক ভালো জানেন আইন বিষয়ে। আমার মত ক্ষুদ্র একজন আইনের ছাত্রী’র লেখা দেখে আশা করি তাঁরা লিখবেন। এতে সবার উপকার হবে।নাম দেখেই বুঝা যাচ্ছে আজকের বিষয়। বন্ধুরা ইভটিজিং সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু এ সম্পর্কে আরেকটু জেনে নিলে কেমন হয়?প্রথমে জানতে চাই আইনের ভাষায় ইভ টিজিং কি ?


কোন নারীর শালীনতার অমর্যাদার উদ্দেশ্যে কোন মন্তব্য করে কোন শব্দ,অঙ্গভঙ্গী বা কোন বস্তু প্রদর্শন করে কাজ করাকে আমরা ইভটিজিং বলে থাকি।
সেই নারী যদি উক্ত কার্যকলাপ শুনতে বা দেখতে পায় অথবা নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশ করে তবে সে শাস্তি পায়**

ইভ টিজিং এর শাস্তি কি ?

ধারা ৫০৯ এর আওতায় যে ব্যক্তি ইভ টিজিং করে এবং অপরাধ প্রমানিত হয়, সেই ব্যক্তির বিনাশ্রম কারাদন্ড হবে, যার মেয়াদ ১ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদন্ড অথবা উভয় দন্ড হতে পারে।
এমন আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট দেয়া হয়। ইভ টিজিং কি জামিনযোগ্য অপরাধা ?
এটি জামিনযোগ্য ও আপোষযোগ্য অপরাধ । বন্ধুরা একটা প্রচলিত কথা আছে, ” আকাশে-তে যত তারা, আইনের তত ধারা”। তাই চেস্টা করবো প্রচলিত কিছু অপরাধ ও তার শাস্তি সম্পর্কে বন্ধুদের জানিয়ে দিতে।

লেখকঃ হাফসা আলম সুইটি (Swe Ety)

প্রাক্টিশনার লয়ার,

ঢাকা জজ কোর্ট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
Share on print